News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৭, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৩, ১৮ জানুয়ারি ২০২০

খিলখেতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

খিলখেতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলখেতে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শামি বিন সাঈদের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিউজ বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

এর আগে অজ্ঞাত হিসেবে চিকিৎসাধীন থাকলেও নিহতের ছোট ভাই আদিল বিন সাঈদ ঢামেকে এসে লাশ শনাক্ত করেন। এ ঘটনায় জড়িত কোনো গাড়ি চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়