৪ ডিবি পুলিশকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুমিল্লা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে বাংলাদেশের চার গোয়েন্দা পুলিশকে (ডিবি) ধরে নিয়ে গেছে ।
চার গোয়েন্দা পুলিশ হলেন-জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) গাজী মাহবুবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ, কনস্টেবল সেলিম ও জাফর।
বুধবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায় ।
কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোকলেছুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেছেন,“কেনো, কী কারণে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম