News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৩, ২২ জানুয়ারি ২০২০

সুবহানকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি

সুবহানকে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি

ঢাকা: বুকের ব্যথার উন্নত চিকিৎসার জন্য আব্দুস সুবহানকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর এ নায়েবে আমিরকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর রাত সোয়া আটটায় হাসপাতালে ভর্তি করা হয় সুবহানকে।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির।

গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। চলতি মাসের ১৮ তারিখ সে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সুবহান।

শিশির মো. মনির নিউজবাংলাদেশকে বলেন, ৮৬ বছরের সুবহান সাহেব বার্ধক্যজনিত কারণে অসুখে ভুগছেন। গত ছয় মাসে তার ওজন ১১ কেজি কমে ৫৮ কেজি হয়ে গেছে। এছাড়া তার বুকের ব্যথার চিকিৎসা প্রয়োজন।”

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়