News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩১, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২০

শহিদ হওয়ার আগে মুক্তিযোদ্ধা ছেলের চিঠি

শহিদ হওয়ার আগে মুক্তিযোদ্ধা ছেলের চিঠি

পঞ্চগড়: একাত্তর সালের ২৯ নভেম্বর পঞ্চগড় সুগারমিল এলাকায় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে পাক সেনাদের গুলিতে শহিদ হন পঞ্চগড়ের বীর মুক্তি যোদ্ধা হারুণ-অর-রশিদ রবি। শহিদ হওয়ার কয়েক মাস আগে বাবার কাছে যুদ্ধের বর্ণনা দিয়ে একটি চিঠি লিখেছিলেন রবি।

লিখেছিলেন, যুদ্ধ শেষে বাড়ি ফিরবেন। কিন্তু আজও বাড়ি ফেরা হয়নি তার। পরিবারের লোকজন আজও আগলে রেখেছেন সেই চিঠি। মুক্তিযোদ্ধা রবির সেই চিঠিটিই পাঠকদের উদ্দেশে হুবহু তুলে ধরা হলো।

“আব্বা,
আচ্ছালামো আলায়কুম। আশা করি, বাড়ীর সকলে মঙ্গল মতে আছেন। আপনাদের দোয়ায় আমরা ভাল আছি। এতদিন ধরে খুব ব্যস্ত ছিলাম বলে চিঠি লিখতে পারিনী। অবশ্য এখন সৈনিক। তাই সৈনিকের ফুরসৎ কোনদিন হয় না। তবুও হাতে যতটুকু সময় মেলে তার ভিতর দিয়ে আপনাদের খোঁজ করব। আম্মা কি রূপ আছে। বুজান, দুলাভাই, ডলী বুজান কেমন আছে। আপনারা বর্তমানে কোথায় আছেন? চিন্তা করার কিছু নাই। সময় হলেই বাড়ীতে ফিরব। মরতে একদিন হবেই। মরার আগে যেন ১০/২০ টা পশ্চিমা জানোয়ারকে খতম করতে পারি এই দোয়াই করবেন। আমাদের মত কত ভাই প্রাণ দিল এবং এখনও দিচ্ছে। আমরা বর্তমানে পচাগড়ের পিছনে আছি। বাড়ীর সবাইকে দোয়া করতে বলবেন। আমাদের এ লড়াই সত্যের, ন্যায়ের, কাজেই জয় আমাদের হবেই। সেদিন বেশি দূরে নয়। দৈনিক ২/৪ জন পাক ফৌজ মরতে আছে। বিশেষ আর । বিশেষ আর কি- খোদা হাফেজ।  
                                                                 ইতি
                                                                 রবি
                                                                ৮ আগস্ট ১৯৭১”

মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের পশ্চিম দিনাজপুর এলাকার কোটগছ থেকে ছোট ভাই মাহবুব আলম প্রধানের মাধ্যমে চিঠিটি পাঠান হারুণ-অর-রশিদ। যে চিঠি আজও তার ভাতিজা (মাহবুব আলমের ছেলে) রায়হানুজ্জামান প্রধানের সংগ্রহে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়