চট্টগ্রাম সিটিতে মেয়র প্রার্থী হচ্ছেন মঞ্জুর
চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এম মঞ্জুর আলম। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।
বুধবার ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’র ব্যানারে এক সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মঞ্জুরের নাম ঘোষণা করা হয় । এ ফোরাম থেকে আগেরবারও নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন তিনি।
তবে নগরীর জিইসি কনভেশন সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঞ্জুর উপস্থিত ছিলেন না। এসময় বিএনপির কোনো নেতাকেও সেখানে দেখা যায়নি ।
এর আগে নগর ভবনে মঞ্জুর সাংবাদিকদের বলেছিলেন, “গত ২২ বছর ধরে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। দল যদি চায়, আল্লাহর হুকুম আর সবকিছু অনুকূলে থাকলে আমি নির্বাচন করব।”
বর্তমান মেয়র হওয়ায় মঞ্জুর নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। আর সেই প্রস্তুতিও তার রয়েছে বলে তিনি জানিয়েছেন।
‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন’র আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে মঞ্জুরকে মেয়র প্রার্থী ঘোষণা করেন ।
এসময় প্রকৌশলী আবু সুফিয়ান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক সালেহ জহুর, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ মির্জা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, মেয়র নির্বাচিত হওয়ার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হন মঞ্জুর। দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগের পাশাপাশি বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতার সমালোচনাও সইতে হচ্ছে মঞ্জুরকে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম