News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৪, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২০

চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে সুবহান

চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে সুবহান

ঢাকা: বুকের ব্যথার উন্নত চিকিৎসার জন্য আব্দুস সুবহানকে কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর এ নায়েবে আমিরকে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির।

গত ১৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। চলতি মাসের ১৮ তারিখ সে রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সুবহান।

শিশির মো. মনির নিউজবাংলাদেশকে বলেন, ৮৬ বছরের সুবহান সাহেব বার্ধক্যজনিত কারণে অসুখে ভুগছেন। গত ছয় মাসে তার ওজন ১১ কেজি কমে ৫৮ কেজি হয়ে গেছে। এছাড়া তার বুকের ব্যথার চিকিৎসা প্রয়োজন।”

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়