News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ২ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫২, ১৭ জানুয়ারি ২০২০

‘দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসে জনগণ বন্দি’

‘দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসে জনগণ বন্দি’

ঢাকা:  ‘দু’দলের ক্ষমতা দখলের লড়াইয়ে দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের জালে বন্দি জনগণ’ - বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন। । তিনি বলেন, ‘একদল ক্ষমতায় যাবার জন্য আন্দোলনের নামে সন্ত্রাস করছে। আরেকটি দল ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করছে। দেশ ও গণতন্ত্রের জন্য নয় নিজেদের অস্তিত্ত্ব রক্ষার জন্য দু’দল দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’

সোমবার সকালে নিউজ বাংলাদেশ’কে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

রাজেকুজ্জামান রতন বলেন, ‘সত্যিকারের গণতন্ত্র নয়, দেশে দ্বি-দলীয় পাল্টাপাল্টি রাজনীতি চলছে। বিএনপি দেশ ও জনগণের জন্য নয়, তারা ক্ষমতার যাবার জন্য হরতাল-অবরোধের নামে সন্ত্রাস করছে। তাই তাদের নীতির জায়গাটি ঝাপসা। আন্দোলনের নামে সন্ত্রাসের পথ বেছে নেয়ার কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে। যেখানে মানুষের জানমাল কোনো কিছুই নিরাপদ নয়।’

‘অন্যদিকে, আওয়ামী লীগ আন্দোলন দমনের জন্য রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ব্যবহার করছে। সেখানেও কিন্তু জনগণের জানমাল রক্ষা মূল নয়, মূল হচ্ছে ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ যদি এই লড়াইয়ে কোনোভাবে টিকে যায়-তাহলে দলীয় ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে। আর যদি বিএনপি জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ক্ষমতায় আসে তখন তারাও একই পথ অবলম্বন করবে’- উল্লেখ করে তিনি আরো বলেন, ‘অবস্থার উত্তরণের জন্য দু’দলের মধ্যে সংলাপের কথা বলা হচ্ছে। সেটা কিন্তু সাময়িক সমাধানের পথ, সত্যিকার অর্থে মুক্তি এনে দিতে পারবে না। জনগণকে জলন্ত উনুন আর ফুটন্ত কড়াই থেকে বাঁচাতে হলে বিকল্প গড়ে তুলতে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘বিকল্প শক্তির অভাব এখন প্রকট হয়েছে। বিকল্প শক্তি হিসেবে “দৃষ্টিভঙ্গি” ও “সাংগঠনিক” দূর্বলতার কারণে বাম দলগুলো জনগণের আস্থা ফেরাতে পারেনি। যে কারণে বারবার ক্ষতিগ্রস্থ হলেও মানুষ কখনো আওয়ামী লীগ আর কখনো বিএনপিকেই বেছে নিচ্ছে। আর এই দু’দলের আবর্তনের কারণে কিছু মানুষ স্বল্প সময়ে বিত্তশালী হলেও দেশ ও গণতন্ত্র দুই’ই ক্ষতিগ্রস্থ হচ্ছে’।  

নিউজবাংলাদেশ.কম/ এসইপি/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়