News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৮, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২০

কারাবন্দী বিএনপি নেতাদেরও রাষ্ট্রপতির দাওয়াত

কারাবন্দী বিএনপি নেতাদেরও রাষ্ট্রপতির দাওয়াত

ঢাকা: রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে দাওয়াত দিয়েছেন বিএনপির ২১জন নেতাকে। কিন্তু সেই ২১ জনের মধ্যে কমপক্ষে ৩ জন নেতা কারাবন্দী রয়েছেন বলে নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

তিনি নিউজবাংলাদেশকে বলেন, “কারাগারে আছেন এমন নেতাদেরও রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াত দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীর নামে দাওয়াত পত্র এসেছে।”

তিনি বলেন, “হয়তো আরো কারাবন্দী নেতাদের নামে দাওয়াত এসেছে। সবটা মনে নেই। আবার বাইরে আছেন এমন অনেক নেতাকেও আমন্ত্রণপত্র দেয়া হয়নি। যেমন আ স ম হান্নান শাহের নামে আমন্ত্রণপত্র আসেনি।”

আগামীকাল বঙ্গভবনের অনুষ্ঠানে যাওয়া না যাওয়ার বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান সোহেল।

উল্লেখ্য, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বঙ্গভবনে বিএনপির শীর্ষস্থানীয় ২১ নেতাকে আমন্ত্রণ করা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গভবনে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির গুলশান কার্যালয়ে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বুধবার ১টা ৪৫ মিনিটে রাষ্ট্রপতির পিআর রফিকুল ইসলাম বাবু ও গেস্টারেটর অপারেটর আনোয়ার হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসব আমন্ত্রণপত্র পৌঁছে দেন। খালেদা জিয়ার পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শাসসুদ্দিন দিদার।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়