স্কুলের পর বাড়ি ফেরা হলো না শিশুটির
ব্রাহ্মণবাড়িয়া: স্কুল ছুটির পর বাড়ি ফিরতে পারলো না শিশু শাহীন। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাহীন স্কুল শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-আগরতলা মহাসড়কে ঘাতক একটি ট্রাক কেড়ে নেয় নিষ্পাপ শিশুটির প্রাণ।
এলাকাবাসী জানায়, বুধবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার ঢাকা-আগরতলা মহাসড়ক দিয়ে উপজেলার ঘাটিয়ারা গ্রামে ফেরার পথে ট্রাক চাপায় নিহত হয় শিশুটি ।
শাহীন সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মোঃ বাবুল ভূঁইয়ার ছেলে। সে চিনাইর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি বলে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম