যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলা: ভোলার লালমোহন উপজেলার পৌর যুবলীগ সভাপতি মো. মোস্তফার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নিজ বাড়ির পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, “মঙ্গলবার রাতে মো. মোস্তফা ঘর থেকে বেরিয়ে যায়। রাতে আর সে ঘরে ফিরেনি। সকালে বাড়ির পুকুর পাড়ে কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বাড়ির লোকজন তাকে দেখে চিৎকার দিয়ে ওঠে।”
লালমোহন থানাকে বিষয়টি জানালে থানার সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান ঘাটনাস্থল পরিদর্শন করেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। তবে মো. মোস্তফা কী কারণে আত্মহত্যা করেছেন, তার কোনো উত্তর পরিবারের লোকজনের কাছ থেকে পাওয়া যায়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “এটি আত্মহত্যা, না হত্যা, ময়না তদন্তের পর জানা যাবে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম