News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৯, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২০

জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে নিহত ১, আহত ৭

জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে নিহত ১, আহত ৭

বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আনোয়ার হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় আরও সাত জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামের পাকা রাস্তার ওপর এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের আশ্রাব আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন-নিহতের ভাই আব্দুর রশিদ (৪৮), প্রতিবেশি ওমর খান (৫৯),  মুজিবর (৫৪) এবং সোহাগ (২৫)। অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রতক্ষদর্শীরা জানান, মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামের জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময়ে উভয় পক্ষ ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে সংষর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়।

নিহতের স্ত্রী ফরিদা বেগম জানান, “৭/৮ বছর আগে পার্শ্ববর্তী কাসেম শেখের কাছে তার স্বামী এক বিঘা জমি বিক্রি করেন। বুধবার সকালে বিক্রি করা সেই জমি তাঁকে বুঝিয়ে দিতে তিনি জোকা গ্রামে যান। সেখানে জমি বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথে প্রতিপক্ষ কাসেম ও জাহিদুরের নেতৃত্বে সাত/আটটি মোটরসাইকেল এসে তাঁকে ঘিরে ফেলে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”

ফরিদা জানান, “স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।”

বাগেরহাট মোড়েলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহিদুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনণা করা হচ্ছে।”

জড়িতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়