News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৮, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২০

আর সময় বাড়ানোর সুযোগ নেই: সিইসি

আর সময় বাড়ানোর সুযোগ নেই: সিইসি

ঢাকা: সিটি নির্বাচনে মনোনয়ন দাখিলের সময় বাড়াতে শত নাগরিক কমিটির দাবি না করে দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, “যথেষ্ট সময় দেয়া হয়েছে। আর সময় বাড়ানোর সুযোগ নেই।”

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে বের হওয়ার সময় এভাবেই শত নাগরিকের দাবির জবাব দেন। তিনি বলেন, “নির্বাচন তো হঠাৎ করে হয়নি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনোনয়ন সংগ্রহ ও জমায় অনেক সাড়া পড়ছে।”

এর আগে বিকেলে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের নেতৃত্বে ছয় ‘শত নাগরিক’ নামে ছয়  সদস্যের একটি পরামর্শক দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে। মনোনয়ন পত্র দাখিলের সময় বাড়ানোসহ সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের অনুরোধ জানান তারা।
 
সিইসি বলেন, “শত নাগরিক কমিটির প্রতিনিধি দল বলেছে তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। যাই হোক-তাদের দাবির বিষয়ে আমি কিছু বিষয় জানিয়েছি। দুই তিন সময় বাড়ানোর দাবি করেছে শত নাগরিক। আমরা অনেক আগে থেকেই বলেছি ১০-১২ মার্চে ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে। পরে ১৮ মার্চ তফসিল দিয়েছি। মনোনয়ন দাখিলের জন্য তফসিলের ১০ দিন সময় দিয়েছি। ভোটের জন্য ৪০ দিনের বেশি সময় রেখেছি।”
 
তিনি আরও বলেন, “ইতোমধ্যে তিন সিটিতে মেয়র-কাউন্সিলর পদে অনেকে মনোনয়নপত্র জমা পড়েছে। ভালো সাড়া পড়েছে। সবাই যথেষ্ট সময় পাচ্ছে। যথেষ্ট সময় দেয়া হয়েছে। সাধারণত ৭-৮দিন সময় দেওয়া হয়, আমরা ১০ দিন দিয়েছি।”
 
বিএনপির জেলে থাকা নেতাকর্মীদের ছেড়ে দেয়ার বিষয়ে শত নাগরিকের দাবির প্রেক্ষিতে কাজী রকিব বলেন, “কেউ আত্মগোপনে থাকলে তাকে আমরা কীভাবে বের করবো। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের সব ব্যবস্থা নেয়া হবে।”
 
প্রতিনিধি দলকে ইতোমধ্যে এই কমিশনের অধীনে শেষ করা ছয় সিটি নির্বাচনের কথাও তুলে ধরেন তিনি। সিইসি বলেন, “আমি তাদেরকে বলেছি অতীতে আমরা যেভাবে সিটিতে সুষ্ঠু নির্বাচন করেছি, এবারও একইভাবে সুষ্ঠু ভোট হবে।” এসময় ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়