News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ২ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

ফারাবীকে শাহবাগ থানায় হস্তান্তর করবে র‌্যাব

ফারাবীকে শাহবাগ থানায় হস্তান্তর করবে র‌্যাব

ঢাকা: বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে আজ সোমবার বিকেলে শাহবাগ থানায় হস্তান্তর করবে র‌্যাব। তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাকসুদুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টায় রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ফারাবীকে গ্রেফতার করে র‌্যাব-১০। এ সময় ফারাবী গা ঢাকা দিতে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারাবী র‌্যাবকে জানান, গত ৩-৪ বছর আগে ব্লগার হিসেবে অভিজিৎ রায়ের সাথে তার পরিচয়। কিন্তু মতাদর্শের ভিন্নতার কারণে অল্পদিনে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্ত ফারাবী সার্বক্ষণিকভাবে অভিজিৎকে অনুসরণ করতে থাকে। সর্বশেষ ১ বছর আগে অভিজিৎকে হত্যার হুমকি দেয় ফারাবী-এমনটা্ র‌্যাবের কাছে স্বীকার করেন তিনি।

তবে অভিজিৎ হত্যাকাণ্ডের সাথে ফারাবী সরাসরি জড়িত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে যায় র‌্যাব।

আজ দুপুরে র‌্যাবের সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে র‌্যাবের পরিচালক (গণমাধ্যম ও আইন)মুফতি মোহাম্মদ খান সাংবাদিকদের বলেন, সার্বিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এটা্ প্রতীয়মান হয় যে, অভিজিৎ হত্যার সাথে ফারাবী ওতোপ্রতভাবে জড়িত।

প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ব্লগার রাজিব হায়দার খুন হলে ২৪ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় ফারাবীকে। এ সময় ফারাবী অনলাইনে স্ট্যাটাস দিয়ে রাজিবের জানাজার ইমামকে হত্যার হুমকি দেয়।

উল্লেখ্য, ফারাবী এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও লেখাপড়া সম্পন্ন করতে পারেননি। এরপর তিনি ২০১০ সালের দিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেন। সে সময় সিলেটে একবার তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন।

 

নিউজবাংলাদেশডটকম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়