News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১১, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৪০, ২৮ অক্টোবর ২০২০

তানোরে ধর্ষণের শিকার আদিবাসী শিশু

তানোরে ধর্ষণের শিকার আদিবাসী শিশু

রাজশাহী: রাজশাহীর তানোরে এক আদিবাসী শিশুকে (৮) ধর্ষণ করেছে ৬০ বছরের এক বৃদ্ধ। ধর্ষণ শেষে রক্তাক্ত শিশুটিকে ১০ টাকা দিয়ে পালিয়ে যায় ধর্ষক আব্দুল আজিজ (৬০)। ধর্ষক আব্দুল আজিজ তানোর উপজেলার কুন্দাইন গ্রামের মৃত জয়েনের ছেলে।


তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, “আদিবাসী শিশুটির বাবা নেই, মা অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। শিশুটি তার দাদির সঙ্গে বাড়িতে ছিলেন। মঙ্গলবার বিকেলে শিশুটি দাদির সঙ্গে মানুষের জমিতে আলু তোলার কাজ শেষে সন্ধ্যায় দাদিকে মাঠে রেখে আগেই বাড়িতে চলে আসে। ওই সময় প্রতিবেশী বৃদ্ধ আব্দুল আজিজ শিশুটির বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি রক্তাক্ত হয়ে পড়লে আজিজ তার হাতে দশ টাকা দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য শাসিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির দাদি গ্রামবাসীকে বিষয়টি জানালে আব্দুল আজিজ কৌশলে পালিয়ে যায়। শিশুটির দাদি বাদি হয়ে বুধবার সকালে ধর্ষণের অভিযোগ এনে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।”

তিনি আরো জানান, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়