রাজশাহীতে বরেন্দ্র এক্সপ্রেস লাইনচ্যুত
রাজশাহী: রাজশাহী রেল স্টেশনে প্রবেশের সময় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার দুপুর সোয়া দুইটায় ট্রেনটি রাজশাহী স্টেশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেল স্টেশনের তত্ত্বাবধায়ক রেজাউল করিম জানান, “বুধবার দুপুর সোয়া দুইটার দিকে আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকছিল। ট্রেনটি দুই নম্বর প্লাটফর্মে আসার আগেই পেছনে থাকা ‘চ’ বগির সামনের একটি এক্সেল ভেঙে যায়। এতে চারটি চাকা লাইন থেকে বেড়িয়ে গেলে বগিটি লাইনচ্যুত হয়। তবে বগিটি বাঁকা হলেও রেল লাইন থেকে পড়ে যায়নি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্য লাইনগুলো সচল থাকায় ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। রেল কর্তৃপক্ষ লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ শুরু করেছে।”
রাজশাহী রেলওয়ে পুলিশের পরিদর্শক আকবর হোসেন জানান, “নাশকতার কোনো ঘটনা ঘটেনি। ‘চ’ নম্বর বগির একটি চাকা ভেঙ্গে গেলে বগিটি লাইন থেকে নেমে যায়। ট্রেন যোগাযোগ স্বাভাবিক আছে।”
নিউজবাংলাদেম.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম