হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী নাছির বেকসুর খালাস
চট্টগ্রাম: হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিনসহ ১৩ জন।
২০ বছর আগে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাদের খালাস দিয়েছেন আদালত।
বুধবার দুপুর দুটার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ রায় ঘোষণা করেন।
সাক্ষীরা ঘটনা সম্পর্কে মুখ না খোলায় আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা যায়নি বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি।
নাছির উদ্দিনের সঙ্গে খালাস পেয়েছেন হারুন অর রশিদ, আহসানুল আজাদ, মো. শাহাবুদ্দীন, মো. কুদ্দুস, নুরুল ইসলাম, মো. ইবরাহীম, মোরশেদ আলম, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, আবদুল মান্নান ও কাজী ওসমান গণি। এ ছাড়া র্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে ২০০৪ সালে নিহত হন দুই আসামি মো. এয়াকুব ও হুমায়ুন। তাদেরও অব্যাহতি দেয়া হয়েছে।
তবে নাছিরের বিরুদ্ধে আরও ১৯টি মামলা বিচারাধীন থাকায় তিনি চট্টগ্রাম কারাগারে আটক আছেন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম