আগ্নেয়াস্ত্রসহ ৭ ডাকাত আটক
ঢাকা: আগ্নেয়াস্ত্রসহ রাজধানীতে ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি করা নগদ ৮ হাজার টাকা এবং ৩টি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের আটক করে পল্টন থানা পুলিশ।
আটককৃতরা হলেন- মো রুবেল, গোলাম রাব্বী, আব্বাস আলী, রংকু, মামুনুর রশিদ, সুমন ও হৃদয়।
এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরে তাদের নামে পল্টন থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম