গুলশান থেকে ফেরত গেল খালেদার সমন
ঢাকা: ড্যান্ডি ডায়িং ঋণখেলাপি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সদ্য প্রয়াত কোকোর স্ত্রী ও তার দুই মেয়ের নামে জারি করা সমন বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে ফেরত গেছে। ঢাকা মহানগর প্রথম ঋণ আদালত থেকে এই সমন জারি করা হয়েছিল।
বুধবার দুপুরে গুলশান-১ পোস্ট অফিসের পোস্টম্যান মো. আকবর সমনের চারটি চিঠি নিয়ে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে নিয়ে আসেন। তার কাছ থেকে সমনের চিঠি গ্রহণ করে কার্যালয়ের ভেতরে নিয়ে যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এর কিছুক্ষণ পরে চিঠিগুলো আবার পোস্টম্যান আকবরের কাছে ফেরত দেওয়া হয়।
এ প্রসঙ্গে দিদার নিউজবাংলাদেশ.কমকে জানান, চিঠি এসেছিলো। এগুলো কিসের চিঠি তা জানি না। নাম ঠিকানা দেখে সেগুলো ফেরত দিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ড্যান্ডি ডায়িং ঋণখেলাপি মামলার বিবাদী আরাফাত রহমান কোকো মারা যাওয়ায় খালেদা জিয়া ও কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে গত ১৬ মার্চ এ মামলায় বিবাদীভূক্ত করা হয়।
তাদেরকে আগামী ১২ এপ্রিল স্বশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হতে নির্দেশ দিয়ে গত ২২ মার্চ সমন জারি করেন ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপি।
সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের এ মামলার ওই চারটি সমনের চিঠিই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছিল।
আগামী ১২ এপ্রিল ড্যান্ডি ডাইং মামলায় হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু (বিচার্য বিষয়) গঠনের দিন ধার্য রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এসজে
নিউজবাংলাদেশ.কম