News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৩, ২ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫২, ১৭ জানুয়ারি ২০২০

পেট্রোলিয়াম কর্পোরেশন আইনের নীতিগত অনুমোদন

পেট্রোলিয়াম কর্পোরেশন আইনের নীতিগত অনুমোদন

ঢাকা: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন-২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনটির বাস্তবায়ন পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি অনুমোদিত মূলধনের পরিমাণও বাড়বে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এটি একটি অধ্যাদেশ যা ১৯৭৬ সালে জারি করা হয়েছিল। সামরিক সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ পরিবর্তন করে আইন করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। তাই এটি আইনে রূপান্তর করা হচ্ছে। পাশাপাশি বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এতে কিছুটা সংশোধনীও আনা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, এখানে অনুমোদিত অর্থেও পরিমাণ এক কোটি টাকা রয়েছে, যা পরিবর্তন করে পাঁচ কোটি টাকা করা হচ্ছে। এছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য চেয়ারম্যানসহ পাঁচজন কর্মকর্তা রয়েছেন যারা পূর্ণকালীন কাজ করেন। এখানে সংশোধন করে পাঁচজনের জায়গায় সাতজন করা হচ্ছে। এছাড়াও যুগ্মসচিব পদমর্যাদার দুজন সদস্য রয়েছেন যারা খণ্ডকালীন কাজ করেন। তবে এক্ষত্রে আর্থিক ব্যবস্থাপনায় বেশাদারিত্বে অভাব রয়েছে বলে জানান মোশাররাফ হোসাইন। এক্ষেত্রে অভিজ্ঞদের নিয়োগ দেয়ার জন্যও অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা।

নিউজবাংলাদেশ/সুমন/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়