সিটি করপোরেশন নির্বাচন
নাশকতায় সাজাপ্রাপ্তরা প্রার্থী হতে পারবে না
কুষ্টিয়া: নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে অভিযুক্ত হয়ে সাজাপ্রাপ্তরা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব’ নামে নবনির্মিত একাডেমিক ভবন ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, ‘জনগণ যাকে ভোট দেবেন তিনিই নির্বাচিত হবেন। জনগণই বিচার করবেন তারা ভালো নাকি খারাপ লোককে নির্বাচিত করবেন।’
তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। ফলে কোন দল কাকে সমর্থন দিচ্ছে সেটি বড় নয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং জনগণ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সেই লক্ষ্যে কাজ করছে সরকার।’
মাদ্রাসাটির পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ্ডভোকেট বদরুদ্দোজা গামা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই
নিউজবাংলাদেশ.কম