কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র
ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল হচ্ছে
ঢাকা: কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সামাজিক উন্নয়নে প্রতি ইউনিটে (প্রতি কিলোওয়াট) তিন পয়সা শুল্ক ধার্য করে তহবিল গঠনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনার নীতিমালা-২০১৫ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা পূরণে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে সরকার। এ কারণে এসব প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের সামাজিক অবস্থার উন্নয়নে এ তহবিল গঠন করা হচ্ছে।
তিনি আরো জানান, তহবিল সংগ্রহ করে তা স্থানীয় কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য শিক্ষা, চিকিৎসা, আবাসন, কর্মমুখী প্রশিক্ষণ, বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
নিউজবাংলাদেশ.কম/সুমন/ এফএ
নিউজবাংলাদেশ.কম