‘নুর ইসলামের প্রথম টার্গেট প্রধানমন্ত্রী’
ঢাকা: “প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দিয়েছে নুর ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী। তাদের দ্রুত গ্রেফতার করা না হলে তারা বড় ধরনের নাশকতা চালাতে পারে।”
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধালীগ আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের সভাপতি মো. আ. রাহিম এসব কথা বলেন।
রাহিম বলেন, “দক্ষিণখান এলাকার সন্ত্রাসী নুর ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকি দিয়েছে। আগে ছোট সন্ত্রাসী থাকলেও এখন সে পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। প্রধানমন্ত্রীই নুর ইসলামের প্রথম টার্গেট।”
আ. রাহিম বলেন, “বিএনপি জামায়াতের সঙ্গে এক হয়ে নুর ইসলাম ঢাকা শহরে জ্বালাও-পোড়াও করছে। এমনকি ভারতের বর্ধমানে বোমা হামলার সঙ্গে নুর ইসলাম জড়িত। এসব নাশকতা করে এরই মধ্যে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। সে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। দক্ষিণখান এলাকার বাসিন্দারা এই বাহিনীর দখলবাজি ও অত্যাচারে ভীত।”
প্রধানমন্ত্রী প্রতি অনুরোধ জানিয়ে মো. আ. রাহিম বলেন, “আমি নুর ইসলামের বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েছি। প্রধানমন্ত্রী আপনার কাছে আমার আকুল আবেদন আপনি দ্রুত এই নুর ইসলামকে গ্রেফতারের নির্দেশ দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”
নুর ইসলাম গ্রেফতার না হওয়া পর্যন্ত বাংলাদেশ যুদ্ধাহত মুক্তিযোদ্ধালীগ আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফএ
নিউজবাংলাদেশ.কম