News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪১, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৮ জানুয়ারি ২০২০

মোহিনী মিল আবার চালু করা হবে: হানিফ

মোহিনী মিল আবার চালু করা হবে: হানিফ

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন, “মোহিনী মিলের কারণেই কুষ্টিয়ার জনপ্রিয়তা। এই মিলটিকে আবার চালু করা হবে। এই মিল চালু হলে ৫-৬ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।”

মঙ্গলবার রাতে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, “মোহিনী মিল চালুর ব্যাপারে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী ছমাস পর কুষ্টিয়াবাসীর জন্য একটা ভালো খবর দিতে পারবো।”

কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজী মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরবি গ্রূপের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান, এফবিসিআই পরিচালক বিজয় কুমার কেজরীওয়াল, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি জিয়াউল হক প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

শারমিন শিলাম কুষ্টিয়া থেকে।


নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়