৭ খুন মামলার তদন্ত চূড়ান্ত: আইজিপি
ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, “নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় তদন্ত চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।”
আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনসে নবনির্মিত ছয়তলা পুলিশ ব্যারাক ভবন উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
শহীদুল হক বলেন, ভারতে আটক সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফেরত আনার ব্যাপারে সব প্রক্রিয়া শেষ হয়েছে। এ মামলায় অভিযোগপত্র দাখিলে নূর হোসেনকে আনা, না আনা কোনো বাধা নয়।
তিনি বলেন, “মামলার অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে সাক্ষ্য-প্রমাণ ঠিক থাকলে আসামির পলাতক অবস্থায়ও অভিযোগপত্র দেওয়া যায়।”
ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সেলিম ওসমান, শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু প্রমুখ।
এদিকে মঙ্গলবার নূর হোসেনের প্রধান সহযোগী রহম আলীর পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সন্ধ্যা সাড়ে ছটায় তাকে বুড়িচংয়ের দেবপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। রহম আলী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকার বাহাদুর বিশ্বাসের ছেলে। রহম আলী নূর হোসেনের জুয়া বোর্ড, যাত্রা পরিচালনাসহ নানা অপর্মের সহযোগী ছিল বলে জানা যায়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম