পলাতক আসামির প্রক্সি যুবক জেলহাজতে
পঞ্চগড়: পঞ্চগড়ে পলাতক আসামির পরিবর্তে হাজিরা দিতে গিয়ে করিমুল ইসলাম (৩৬) নামের এক যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আমলি আদালতের বিচারক এসএম সফিকুল ইসলাম ওই যুবককে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, জেলার তেঁতুলিয়া উপজেলার সরকার পাড়া এলাকার মৃত আজাহার হোসেনের ছেলে সাদেকুল ইসলাম ২০১৩ সালের ৯ এপ্রিল তেঁতুলিয়া থানায় ১১ জনকে আসামি করে একটি মারামারি মামলা দায়ের করেন। মঙ্গলবার ওই মামলায় হাজিরার দিন ধার্য ছিল।
মামলার ১০ নম্বর আসামি তেঁতুলিয়া উপজেলার তেলিপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে কুট্টি (২৪) দীর্ঘদিন পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল।
মামলায় জামিনে থাকা অন্য ১০ আসামি আজ আদালতে হাজিরা দিতে আসে। এ সময় একই উপজেলার মাগুরা এলাকার ঈসা হকের ছেলে করিমুল ইসলাম (৩৬) পলাতক আসামি কুট্টির জামিন নিতে কুট্টির পরিবর্তে কাঠগড়ায় ওঠে। বিষয়টি বাদী পক্ষের লোকজন জানতে পেরে আদালতে আপত্তি জানালে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম