News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৮ জানুয়ারি ২০২০

২৬ মার্চ যেসব রাস্তা খোলা ও বন্ধ থাকবে

২৬ মার্চ যেসব রাস্তা খোলা ও বন্ধ থাকবে

ঢাকা: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ভোরে স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলী অর্পণ করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাই এদিন এদিন দুপুর ১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি, ভোর ৪ টা থেকে সকাল  ৮টা পর্যন্ত নাগরিকদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপি’র  গণমাধ্যম শাখা থেকে কমিশনার আছাদুজ্জামান মিয়া  স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে এদিন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য নাগরিকদের অনুরোধ করা হয়।

২৬ মার্চ, যানবাহনসমূহ গাবতলী আমিন বাজার ব্রীজ-সাভার রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-উত্তরা-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

এছাড়া আরিচা হতে আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ নবীনগর বাজার হতে আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে। টাঙ্গাইল হতে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

অন্যদিকে, এ দিন বন্ধ থাকবে রাজধানীর বেশ কয়েকটি রাস্তা। যেসব রাস্তা বন্ধ থাকবে সেগুলো হলো, জিরো পয়েন্ট হতে গুলিস্তান আন্ডারপাস রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহনসমূহ প্রবেশ করতে পারবে।  

আহাদ বক্স হতে ইত্তেফাক মোড় পর্যন্ত সকল প্রকার যানবাহন চাল বন্ধ থাকবে। আলিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সকল প্রকার গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজউক-গুলিস্থানগামী সকল বাস  দৈনিক বাংলা, ইউবিএল এবং প্রেসক্লাব হয়ে চলাচল করবে।

দৈনিক বাংলা হতে রাজউক অভিমুখী ও ২৪ তলা হতে রাজউক অভিমুখী বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়