ঋণ জালিয়াতি
চার সিটি ব্যাংক কর্মকর্তাকে দুদকে তলব
ঢাকা : ঋণ জালিয়াতির ঘটনায় দি সিটি ব্যাংক লিমিটেডের চার উর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তলবের এ চিঠিতে স্বাক্ষর করেন দুদকের উপ-পরিচালক জুলফিকার আলী।
রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর পাঠানো নোটিশে সাবেক এই চার কর্মকর্তাদের আগামী পাঁচ মার্চ দুদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
তলবকৃতরা হলেন- সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক হেড অব এসএমই বদরুদ্দোজা চৌধুরী, সাবেক হেড অব মার্কেটিং সাদাত আহমেদ খান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নুরুল আজম মজুমদার এবং রিলেশনশিপ ম্যানেজার এস এম আসিক আল মেহেদী।
দি সিটি ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১৮ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এর আগে একই ঘটনায় দি সিটি ব্যাংকের ১৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।
এছাড়া দুদক সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধেও দেশের চারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
নিউজবাংলাদেশ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম