মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারে দুই আসামি গ্রেফতার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের দুই আসামি সালামত উল্লাহ খান ও মোহাম্মদ রশিদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে কক্সবাজার নিজ বাসা থেকে সালামত উল্লাহ খানকে এবং মহেশখালী উপজেলার নিজ বাসা থেকে মোহাম্মদ রশিদকে গ্রেফতার করা হয়। দুজনই মহেশখালী থানায় দায়ের করা মামলার আসামি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান সালামত উল্লাহ খানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মোহাম্মদ রশিদকেও একই সময় মহেশখালী উপজেলার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন।
তিনি আরো জানান, মানবতাবিরোধী ট্রাইব্যুনাল আদালতে দায়ের হওয়া মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মহেশখালীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় চকরিয়ায় ১৯ জন, পেকুয়ায় দুজন ও মহেশখালী থানায় চারজনকে আসামি করা হয়।
নিউজবাংলাদেশ.কম/ কেজেইচ
নিউজবাংলাদেশ.কম