ছিনতাইকারীর কবলে খোদ পুলিশ!
রাজশাহী: রাজশাহীর চারঘাটে পুলিশের এক হাবিলদার ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারির আঘাতে তিনি আহতও হয়েছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে এলে অল্পের জন্য তিনি রক্ষা পান।
পুলিশ জানায়, ওই পুলিশ সদস্যের নাম মিজানুর রহমান (৪৫)। তিনি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত।
চারঘাট থানার ওসি আলমগীর হোসেন জানান, মেয়ের বিয়ের দাওয়াত দিয়ে রোববার দিবাগত রাতে মিজানুর রহমান সাদা পোশাকে বাসায় ফিরছিলেন। রাত ১০ টা ১৮ মিনিটে চারঘাট উপজেলার অস্কারপুর এলাকায় মোটরসাইকেল নিয়ে এলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে হাসুয়ার উল্টা পিঠ দিয়ে হাতে ও পায়ে আঘাত করে। ওই সময়ই পুলিশের একটি টহল দল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করেও ধরতে পারেনি।
এঘটনায় আহত হন মিজানুর রহমান। তিনি পুলিশ একাডেমি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম