News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪০, ১৮ জানুয়ারি ২০২০

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের পাওনা শোধের দাবি ববি হাজ্জাজের

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের পাওনা শোধের দাবি ববি হাজ্জাজের

দুই বছর পার হওয়ার মাত্র এক মাস বাকি থাকলেও রানা প্লাজা বিপর্যয়ে নিহত ও ক্ষতিগ্রস্তদের সকল দায় পরিশোধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ববি হাজ্জাজ। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে সকল দায়-দেনা পরিশোধের দাবি জানিয়েছেন ববি হাজ্জাজ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ববি হাজ্জাজ এসব বলেন।

ববি হাজ্জাজের একান্ত সহকারি মোমিনুল আমিন সাক্ষরিত ওই বিবৃতিতে অদ্যাবধি রানা প্লাজার ভবন ধ্বসের ঘটনায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্তরা পাওনা বুঝে পায় নি। এ বিপর্যয়ের পর শ্রমিকদের জন্য গৃহিত উদ্যোগগুলোও থেমে রয়েছে উল্লেখ করে আরো বলা হয়, এ বিষয়ে সংশ্লিস্ট কর্তৃপক্ষের একধরনের উদাসীনতাও দেখতে পাওয়া যায়।

রানা প্লাজাকে কেন্দ্র করে সংগৃহিত ফান্ডের জমা হওয়া অর্থের পরিমাণ প্রকাশ করা হয় নি উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর দফতরের আওতাধীন ফাণ্ডে জমা থাকা টাকা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বায়ারদের দেওয়া অনুদান ইন্ডাস্ট্রিওয়ার্ল্ড নামে এক সংগঠনের কাছে জমা থাকলেও এক অজানা কারণে তা ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাচ্ছে না বলে শ্রমিকদের অভিযোগ রয়েছে।

সরকার, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সকলকে রানা প্লাজা বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের আগামী ২৪ এপ্রিলের মধ্যে সকল দায়-দেনা পরিশোধের দাবি জানিয়েছেন ববি হাজ্জাজ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়