ঢাকায় অপহৃত শিশু নাটোরে উদ্ধার, আটক ৩
ঢাকা: ঢাকা থেকে অপহৃত চার বছরের শিশু সোনিয়াকে নাটোর থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মহিলাসহ অপহণকারী চক্রের তিন সদস্যকে আটক করে পুলিশ।
সোমবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
বার্তায় বলা হয়, সোমবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কৈপুকুরিয়া গ্রাম থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।
বিকেল চারটায় এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো বিস্তারিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম