News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০২, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪০, ১৮ জানুয়ারি ২০২০

আচরণবিধি লঙ্ঘণ

সাত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

সাত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

 

ঢাকা: আচরণবিধি লঙ্ঘণ করে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনসহ নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য সাত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর মধ্যে চারজন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও বাকি তিনজন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী। পাশাপাশি সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী মো. সেলিমকেও মৌখিকভাবে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিশপ্রাপ্ত সাত কাউন্সিলর প্রার্থীরা হলেন, ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী খালেদ মাহমুদ ভুঁইয়া, ২৩ নম্বর ওয়ার্ডের আনসার হোসেন বাবুল, ২৬ নম্বর ওয়ার্ডের মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও হাসিব উল রহমান মানিক এবং সংরক্ষিত মহিলা আসনের ফারহানা ডলি, মল্লিকা জামান মুক্তা ও মোসা. শেফালি।

রোববার হাজী সেলিমের বিরুদ্ধে ইসিতে অভিযোগ করেন অপর সম্ভাব্য মেয়র প্রার্থী সাঈদ খোকন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজী সেলিমকে মৌখিকভাবে কারণ দর্শাতে বলেছেন রিটার্নিং অফিসার নিজেই। কাউন্সিলরদের বিরুদ্ধেও অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানা যায়।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত যে কোনো ধরনের প্রচারণা করা নিষেধ। অনেক প্রার্থী সে আচরণবিধি মানছেন না বলেও অভিযোগ উঠেছে। ইসির পক্ষ থেকে জানানো হয়, কারও বিরুদ্ধে অভিযোগ পেলেই তারা ব্যবস্থা নিতে বিলম্ব করবে না।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়