News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০১, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪০, ১৮ জানুয়ারি ২০২০

অর্থনীতি ও গণতন্ত্রের ধারা ব্যাহত হওয়ার আশঙ্কা

অর্থনীতি ও গণতন্ত্রের ধারা ব্যাহত হওয়ার আশঙ্কা

 

ঢাকা: হরতাল-অবরোধের মতো কর্মসূচি চলতে থাকলে দেশের অর্থনীতি ও গণতন্ত্রের ধারা ব্যাহত হতে পারে বলা আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় পতাকা উৎসব-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, লাগাতার হরতাল-অবরোধের কারণে যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে, যার খেসারত গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

ডিএমপি কমিশনার আরো বলেন, আমরা যদি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা করতে না পারি বা ব্যর্থ হই তবে দেশের ইতিহাস ও সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হতে পারে।

‘জাতীয় পতাকা উৎসব-২০১৫’র উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়