রাজধানীতে সোয়া ১ লাখ ইয়াবাসহ আটক ২
ঢাকা: রাজধানীর ডেমরা এলাকা থেকে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় আটককৃতদের কাছ থেকে একটি মাইক্রোবাসও (ঢাকা মেট্রো চ-১৫-৪৭৮৩) উদ্ধার করা হয়। আটককৃত ব্যবসায়ীদের নাম মো. আইয়ুব ও মোহাম্মদ হোছাইন।
সোমবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করে ডিএমপি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম