কালীগঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে বৃদ্ধা আহত
ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে পরি বেগম (৫৫) নামের এক বৃদ্ধা মারাত্মকভাবে আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে শহরের থানা রোডের শাহিনের ধানের আড়তের পিছনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত বৃদ্ধাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে আড়পাড়া (নদীপাড়া) গ্রামের মৃত চান আলী মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধা পরি বেগম সকালে শাহিনের ধানের আড়তের পিছনে কাগজ কুড়াচ্ছিলেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি জর্দার কৌটা দেখতে পেয়ে সে কাঁচি দিয়ে কৌটাটি আঘাত করেন। এ সময় বিকট শব্দে কৌটাটি বিস্ফোরিত হয়।
কালীগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো। বোমাটি বিস্ফোরণে তাঁর মাথা ও কপাল জখম হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, কাগজ কুড়াতে গিয়ে একটি বোমার বিস্ফোরণে এক বৃদ্ধা আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা এ বোমা লুকিয়ে রেখেছিল পুলিশ তাদের খুঁজছে।
নিউজবাংলাদেশ.কম/এনকে/এফই
নিউজবাংলাদেশ.কম