সুমি হত্যায় ৬ জন গ্রেপ্তার
ঢাকা: রাজধানীর ফকিরাপুলে তরুণীকে হত্যা করে সাত টুকরো করার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, কাগজের তৈরি বল(স্কসটেপ দিয়ে মোড়ানো), একটি কাঠের গুঁড়ি(যার ওপর সুমির হাত-পা রেখে কাটা হয়), কেরোসিন তেলের বোতল ও আসামিদের পরনে থাকা রক্তমাখা শার্ট, প্যাণ্ট।
সোমবার ডিএমপির গণমাধ্যম শাখার পরিচালক এডিসি ইফতেখারুজ্জামান নিউজবাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন মো. সাইদুল ইসলাম (২৭), হানিফ (২৬), রাতুল (২৩), নুরুন্নবী শাওন (১৯), মো. সুজন (২৩), মো সুমন ওরফে তোতলা সুমন(২৪)।
এ বিষয়ে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং অনুষ্ঠিত হয়। তবে ব্রিফিংয়ে মাত্র দুইজনকে উপস্থি করা হয়।
এর আগে রোববার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওই মামলার আসামি মোবারক উল্লাহ মন্টি (২৭) নিহত হন।
এর আগের দিন শনিবার দুপুরে ওই তরুণী হত্যার মামলায় ফকিরাপুল থেকে এক যুবককে আটক করে র্যাব। তবে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক আটকের তথ্যটি নিশ্চিত করলেও আটক ব্যক্তির নাম বলেননি। ধারণা করা হচ্ছে, ‘বন্দুকযুদ্ধে নিহত মন্টিই ওই ব্যক্তি।
উল্লেখ্য, ১০ মার্চ ফকিরাপুলের কালভার্ট রোডের গরম পানির গলিতে সুমি নামে এক তরুণীর সাত টুকরো লাশ পাওয়া যায়।
সেখানে একটি ফাঁকা প্লট থেকে একটি হাত এবং কাছাকাছি দূরত্বে আর একটি হাত ও একটি পা পাওয়া যায়। মাথা উদ্ধার করা হয় পাশের বাড়ি ১৯৩/১ রোকেয়া মঞ্জিলের চতুর্থ তলা থেকে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম