শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার জামাইপাড়া গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।
রোববার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ জানান, এ ঘটনার জন্য ভারতীয় চাঁদনীচক ২০ বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী রাজকুমার বাতাসার কাছে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম