নিজ ঘরেই গণধর্ষণের শিকার নারায়ণগঞ্জের গার্মেন্টকর্মী
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এক গার্মেন্টকর্মী (২০) তার নিজ ঘরেই গণধর্ষণের শিকার হয়েছে। রবিবার বিকালে জেলার সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকায় এক সন্তানের জননী ওই গার্মেন্টকর্মীকে ধর্ষণ করা হয়।
বাড়িওয়ালার কলেজ পড়ুয়া ছেলে ও তার ৩ বন্ধুসহ ৪ জনে এ ধর্ষণ করেছে বলে ধর্ষিতার স্বামী দাবি করেছেন। ধর্ষণের পর তার স্বামী তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ধর্ষিতা মুক্তিনগর কবরস্থান সংলগ্ন এলাকার মহিউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া এবং সিদ্ধিরগঞ্জের ইপিজেড এলাকায় একটি রপ্তানীমুখী গার্মেন্টে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ধর্ষিতা তার স্বামী ও সন্তান নিয়ে মুক্তিনগর কবরস্থান এলাকায় মহিউদ্দিনের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন। রবিবার বিকালে ধর্ষিতার স্বামী বাড়ির বাইরে যাওয়ার পর বাড়িওয়ালার ছেলে ঢাকা স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র মোক্তার হোসেনসহ তার আরও ৩ বন্ধু মিলে গৃহবধূকে ধর্ষণ করে। এরপর ধর্ষিতার স্বামী বাসায় এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনে শেষে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) তুষার কান্তি সাহা জানান, ভিকটিম এখন অসুস্থ অবস্থায় ঢাকা মেডি্ক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। উনি সুস্থ হয়ে কথা বলার অবস্থায় ফিরে এলে তার মুখ থেকে ঘটনার বিবরণ শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম