ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত
ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাদপুরে ট্রাক-মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নামজুল হাসান (২৮) নামের মেহেরপুর জেলার এক কারারক্ষী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাসটার্মিনালে এ ঘটনা ঘটে। সে যশোর জেলার মনিরামপুর ষোলখাদা গ্রামের কাশেমের ছেলে।
কোটচাদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, "নিজ বাড়ি থেকে নাজমুল হাসান ঝিনাইদহ জেলার কোটচাদপুর হয়ে মটর সাইকেলযোগে মেহেরপুরে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে সে কোটচাদপুর বাসটার্মিনালে পৌছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
তিনি জানান, নিহত নাজমুল হাসান মেহেরপুর জেলা কারাগারের একজন কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম