News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ১ মার্চ ২০১৫
আপডেট: ১১:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২০

নাস্তিকতার দোহাই দিয়ে হত্যা গ্রহণযোগ্য নয়

নাস্তিকতার দোহাই দিয়ে হত্যা গ্রহণযোগ্য নয়

ঢাকা: ‘পৃথিবীতে আস্তিক নাস্তিক সবার সমান অধিকার রয়েছে। কেউ ধার্মিক হলেই তাকে উগ্র ভাবা যুক্তিযুক্ত না। তেমনি নাস্তিকতার দোহাই দিয়ে হত্যা গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের হত্যার দ্রুত বিচার হওয়া উচিত।’

রোববার বিয়াম অডিটোরিয়ামে বিবিসি বাংলাদেশ সংলাপের একশ ছয়তম পর্বে প্যানেল সদস্য ও দর্শকরা এ মন্তব্য করেছেন।

অনুষ্ঠানে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম, ইন্সটিটিউট অব কনফ্লিক্ট, ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজের নির্বাহী পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশীদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমেনা মোহসিন।

নিরাপত্তা-বেষ্টিত একটি এলাকায় ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করছে কি-না জানতে চাইলে আমেনা মোহসিন বলেন, ‘বাংলাদেশে যে ধরনের অসহিষ্ণু রাজনীতি চলছে তাতে আমরা কারো ভিন্ন মতকে প্রশ্রয় দিতে পারছি না। জাতীয় বা রাজনৈতিক মানচিত্র দ্বারা আমাদের সামাজিক মানচিত্র আক্রান্ত হচ্ছে। আর এরই প্রতিফলন এ হত্যাকাণ্ডের ঘটনা।’

শাহজাহান ওমর বলেন, ‘এর আগে এমন যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোর একটারও বিচার হলে এমন ঘটনা ঘটতো না।’

ধর্মীয় বিধান নিয়ে কটাক্ষ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছাড়া কি মুক্তচিন্তা করা যায় না? দর্শকের এমন এক প্রশ্নের জবাবে মশিউর রহমান বলেন, ‘অভিজিৎ অনেক হুমকির মুখেও যেভাবে সাহস নিয়ে এসেছেন তাতে আমরা তাকে বীর বলতে পারি। আস্তিক বা নাস্তিক সবারই এ পৃথিবীতে থাকার অধিকার আছে। এটা যারা মানতে পারবে না। তারা দোষী এবং অবশ্যই তাদের শাস্তি পেতে হবে।’

দর্শকদের এক প্রশ্নের জবাবে আমেনা মোহসিন বলেন, ‘আমাদের অসহিষ্ণুতার কারণে তৃতীয় একটি শক্তি সৃষ্টি হচ্ছে। অবশ্যই কারো ধর্মীয় অনুভূতিকে আমরা আঘাত করতে পারিনা। আমাদের দেশে আস্তিকরা বাস করবেন আবার নাস্তিকরাও বাস করবেন। এটা নিয়ে প্রশ্ন উঠছে এটাই অবাক লাগছে।’

অনুষ্ঠানটির প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন।

নিউজবাংলাদেশ.কম/ আরআর/ এমএম

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়