দু’সন্তান নিয়ে মায়ের আত্মহত্যা
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় দু’সন্তান নিয়ে রুমেনা খাতুন নামে এক মা আত্মহত্যা করেছেন। আজ রোববার সকালে পুলিশ লাশ তিনটি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুমেনা খাতুন (৩০) উপজেলার বড় ভাকৈর গ্রামের বর্গাচাষি ফরিদ উদ্দিনের স্ত্রী। মুসলিমা খাতুন (৭) ও মুসা মিয়া (৫) নামে তাদের দুই সন্তান রয়েছে। রোববার সকালে ঘুম থেকে উঠে ফরিদ দেখতে পান বিছানায় তার স্ত্রী-সন্তানরা নেই।
এরপর ফরিদ বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না। এ অবস্থায় তিনি ভীত-বিহবল হয়ে পড়েন। এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই সন্তানের লাশ ভাসতে দেখেন।
এর পরপরই ফরিদ দেখতে পান, বাড়ির পাশে একটি জারুল গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে রুমেনা খাতুনের লাশ। দেখতে দেখতে প্রতিবেশীদের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উদ্ধার করা হয় লাশ তিনটি।
রুমেনার বাবা মাসুক মিয়া নিউজবাংলাদেশকে জানান, রুমেনা-ফরিদের মধ্যে প্রায়ই কলহ সৃষ্টি হতো। তিনি ধারণা করেন, এরই জের হিসেবে দুই সন্তানকে নিয়ে রুমেনা আত্মহত্যা করে থাকতে পারে।
ফরিদ নিউজবাংলাদেশকে জানান, রুমেনা মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী নিউজবাংলাদেশকে জানান, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম