News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৫, ২২ মার্চ ২০১৫
আপডেট: ০৮:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০২০

পাবনার সাবেক সাংসদ আমজাদ হোসেন আর নেই

পাবনার সাবেক সাংসদ আমজাদ হোসেন আর নেই

পাবনা: পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আমজাদ হোসেন আর নেই।

বার্ধক্যজনিত কারণে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর চারটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর পাবনা পুরাতন টেকনিক্যাল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত: ১৯৭৩ সালে তিনি পাবনা সদর আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌসও ১৯৯৬ সালে পাবনা-সিরাজগঞ্জের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়