News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ১ মার্চ ২০১৫
আপডেট: ২১:৪৭, ১৪ ফেব্রুয়ারি ২০২০

তৃণমূলে নারীর ক্ষমতা ছড়িয়ে দিতে হবে

তৃণমূলে নারীর ক্ষমতা ছড়িয়ে দিতে হবে

ঢাকা: ‘কেবল শহরাঞ্চলে নয়, নারীর ক্ষমতা ছড়িয়ে দিতে হবে তৃণমূলে। সেজন্য গ্রামাঞ্চলে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।’

রোববার দুপুরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লু ম বার্নিকেট সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে তারা এ সাক্ষাতে মিলিত হন।

স্পিকার বলেন, ‘নারী সংবেদনশীল আইন ও নীতিমালা তৈরি করে বাংলাদেশের নারীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা হবে। এজন্য সব উদ্যোগও নেয়া হয়েছে। সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে অগ্রগতি সাধিত হয়েছে। নারী অধিকার সমুন্নত রাখা এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণে বাংলাদেশ নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে। আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। নারী শিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি প্রদানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।’

স্পিকার বলেন, ‘তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর। নারীরা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এই সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই সরকার তাদের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ সুবিধা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে চলেছে।’

সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হওয়ায় স্পিকারকে এসময় অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত।

নিউজবাংলাদেশ.কম/ এমএ/ এমএম

 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়