ট্রাকে পেট্রোলবোমায় ৯ শ্রমিক দগ্ধ
মাগুরা: ট্রাকে পেট্রোলবোমা হামলায় মাগুরার সদর উপজেলায় ৯ শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার মঘীর ঢাল এলাকা এ ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধরা হলেন- আরব আলী, ইমরান, ফারুক, নাজমুল, নওশের, রওশন, মতিন ও ইয়াদুল। দগ্ধ আরেকজনের পরিচয় জানা যায়নি। এদের সবার বাড়ি সদর উপজেলার মালিকগ্রামে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে জেলা সদরের মাঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর মহাসড়কে বালুর ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এসময় ওই ট্রাকে থাকা ৯ জন শ্রমিক দগ্ধ হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম