আট টুকরো লাশ, মামলায় গ্রেফতার ১
ঢাকা: সুমি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজধানী থেকে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতের নাম জানাতে র্যাবের পক্ষ থেকে অপরগতা প্রকাশ করা হয়।
শনিবার দুপুরে ফকিরাপুল এলাকা থেকে ওই যুবককে আটক করে র্যাব-৩। নিউজবাংলাদেশকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক তথ্যটি নিশ্চিত করেন ।
তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ শুরু করছে র্যাব। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে একজন ধরা পড়েছে।”
উল্লেখ্য, ১০ মার্চ মঙ্গলবার ফকিরাপুল পানির ট্যাঙ্কের পাশের চারতলা একটি ভবনের ছাদ ও আশপাশের এলাকায় সুমির দেহের আটটি টুকরো পাওয়া যায়। পরে শুক্রবার নিহতের ভাই মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে নিহতের পরিচয় শনাক্ত করেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/
নিউজবাংলাদেশ.কম