News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৮, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫০, ১৮ জানুয়ারি ২০২০

বিরতি শেষে রোববার বসছে সংসদ

বিরতি শেষে রোববার বসছে সংসদ

ঢাকা: টানা দশদিনের বিরতি শেষে রোববার ফের বসছে দশম সংসদের পঞ্চম অধিবেশন। বিকেল ৪টা ৪৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।

এর আগে গত ১২ মার্চ বৃহস্পতিবার রাত ৯টা ০৫ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সংসদের বৈঠক ২২ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। নতুন বছরের প্রথম এবং দশম সংসদের পঞ্চম এ অধিবেশন শুরু হয় ১৯ জানুয়ারি।

অধিবেশন শুরুর দিন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ৫ মার্চ পঞ্চম অধিবেশন সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে এ অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়। আগামী ২ এপ্রিল পঞ্চম অধিবেশন সমাপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
 
বিএনপির নেতৃত্বাধীন জোটের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা ১২ জানুয়ারি শপথ নেন। একদিন পর ১৩ জানুয়ারি নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হয়।
 
দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় ২০১৪ সালের ২৯ জানুয়ারি। নানা সমালোচনা ও বিএনপি’র আন্দোলন কর্মসূচির মধ্যেই দশম জাতীয় সংসদ ইতিমধ্যে ৪টি অধিবেশন সম্পন্ন হয়েছে।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়