News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ২১ মার্চ ২০১৫
আপডেট: ০৩:৫১, ১৮ জানুয়ারি ২০২০

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ঝিনাইদহ: ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সীমান্তের কুমারী পাড়ায় প্রায় এক ঘণ্টা এ বৈঠক চলে।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান নিউজবাংলাদেশ.কমকে  জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ৬০/৮৯ এর শূন্য রেখার কুমারী পাড়ায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা বৈঠক চলে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার রুস্তম আলী ও ভারতের পক্ষে বিএসএফ-১৭৩ ব্যাটালিয়নের রামনগর কোম্পানি কমান্ডার এসি জব্বার সিং।

এতে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সুসম্পর্ক বজায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধ, তারকাটা না কাটা, অবৈধভাবে উভয় দেশের নাগরিকদের পারাপার না করার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।  

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়