লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা!
লালমনিরহাট: জেলাবাসীর কাছে আজকের দিনটা ছিল অন্যান্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম। কারণ সকাল থেকেই তারা ছুটে আসতে থাকে কালীগঞ্জ উপজেলার ২ নং মদাতি ইউনিয়ন পরিষদ চত্বরে। এখানে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক মেলার। এ মেলার নাম বউ-শ্বাশুড়ির মেলা।
এর আগে এ মেলা নিয়ে এলকাবাসীর ভেতর ছিল সাজ সাজ রব। রাস্তায় রাস্তায় মাইকিং করা হয়। পোস্টারে ছেয়ে যায় বাড়িঘর আর অফিসগুলোর দেয়াল। মেলায় স্টল ছিল। ভিড় ছিল দর্শনার্থীদের। কিন্তু ছিল না বেচাকেনা। কোনো পণ্যসামগ্রীও আদান-প্রদান হয়নি। তবু এ মেলা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসহা-উদ্দীপনা।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্তÍ বউ-শ্বশুড়িদের সমাগম ঘটতে থাকে মেলায়। পাশাপাশি দূর-দূরান্ত থেকে ছুটে আসে নানা পেশাজীবী এবং স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। মেলায় গর্ভবতী বউ-শ্বাশুড়িদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয় সনদপত্র।
স্বাস্থ্যসেবা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও টিকাদান কেন্দ্রসহ বিভিন্ন স্টল ছিল দর্শনীয়। মেলার স্টলগুলোতে স্ব-স্ব সেবাদানে নিয়োজিত ছিল সংশ্লিষ্ট কর্মী, উদ্যোক্তা, সিএসবিএ ও চিকিৎসক।
প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত এইচআর এইচ প্রকল্পের অধীনে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্দেশ্য ছিল, উপজেলার ৯টি ওয়ার্ডের বউ-শ্বাশুড়ির মধ্যে নিরাপদ প্রসব ও সচেতনতা বাড়ানো।
মেলার সভাপতিত্ব করেন মদাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কর্মকর্তা ডা. ন্ডমায়ন কবীর। এ সময় আরো উপস্থিত ছিলেন, ডা. কাসেম আলী, গোলাম নবী চৌধুরী প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম