আশুগঞ্জ সারকারখানা
দেড় মাসে ৬ বার উৎপাদন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। পুনরায় চালু হতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অ্যামোনিয়া প্ল্যান্টের বয়লারে ত্রুটির কারণে শুক্রবার রাতে এ কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
এ নিয়ে গত দেড় মাসে বিভিন্ন সমস্যায় ছয়বারের মতো উৎপাদন বন্ধ হলো।
আশুগঞ্জ সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. নুরুল কবির জানান, শুক্রবার মধ্যরাত থেকে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে বয়লারে ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন। তবে চালু করতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে।
উল্লেখ্য, কারখানাটিতে প্রতিদিন এককোটি ৭৫ লাখ টাকা মূল্যের একহাজার চারশ মেট্রিক টন সার উৎপাদন হয়। বর্তমানে এখানে আমদানি করা ৩০ হাজার টন সার মজুদ রয়েছে। ফলে কারখানার কমান্ডভুক্ত সাত জেলায় সার সঙ্কটের কোনো আশঙ্কা নেই বলে জানান মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. সাদ্দাত হোসেন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম