ঝিনাইদহে ২০ বস্তা পলিথিন জব্দ
ঝিনাইদহ: ঝিনাইদহে ২০ বস্তা পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা শহরের আরাপপুর থেকে এ পলিথিন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন।
তিনি জানান, জেলা শহরের আরাপপুর এলাকা দিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ঝিনাইদহ থেকে মাগুরা নিয়ে যাওয়া হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভ্যান থেকে ২০ বস্তা পলিথিন জব্দ করা হয়।
পরে পলিথিন পরিবহনের দায়ে শাহাজাহান ও মহিরুদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত পলিথিন উপজেলা পরিষদে রাখা হয়েছে। আগামীকাল এগুলো পুড়িয়ে ফেলা হবে বলে জানান জুলকার নায়ন।
নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই
নিউজবাংলাদেশ.কম